চাঙ্গা সূচক, সুদ কমাল আরও ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোয় ক্রমশ চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। আগের দিন ওঠার পর বুধবারও সেনসেক্স বাড়ল ৩৭৬ পয়েন্ট। দিনের শেষে সূচক থামে ২৬,১৫৪.৮৩ অঙ্কে। বিশেষজ্ঞদের ধারণা, দেশে-বিদেশে বড় রকম সমস্যার খবর না-এলে বাজার এখন কিছু দিন উঠবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:২০
Share:

রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমানোয় ক্রমশ চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। আগের দিন ওঠার পর বুধবারও সেনসেক্স বাড়ল ৩৭৬ পয়েন্ট। দিনের শেষে সূচক থামে ২৬,১৫৪.৮৩ অঙ্কে। বিশেষজ্ঞদের ধারণা, দেশে-বিদেশে বড় রকম সমস্যার খবর না-এলে বাজার এখন কিছু দিন উঠবে। তবে উত্থানের গতি যে দ্রুত হবে, তা অবশ্য ভাবছেন না তাঁরা। তবে সুদ কমায় বাজারে স্থিতিশীলতা আসবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তাঁদের মনে। কারণ, দীর্ঘ মেয়াদে লগ্নির আগে দেশে শিল্পোৎপাদন গতি পায় কি না, তা দেখেই লগ্নিকারীরা এগোতে চাইবেন বলে তাঁদের ধারণা।

Advertisement

এ দিকে, বুধবার ঋণে সুদ কমাল আরও একগুচ্ছ ব্যাঙ্ক। আইডিবিআই ব্যাঙ্কে বেস রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৯.৭৫%, অ্যাক্সিস ব্যাঙ্কে ৩৫ বেসিস পয়েন্ট কমে ৯.৫০%, ব্যাঙ্ক অব বরোদায় ২৫ বেসিস পয়েন্ট কমে ৯.৬৫%, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৪০ বেসিস পয়েন্ট কমে ৯.৬০%, ওরিয়েন্টাল ব্যাঙ্কে ২০ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৯.৭০%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন