চিনের দাবি

রফতানি বাড়াতে নিজেদের মুদ্রা ইউয়ানের দাম অতিরিক্ত কমাবে না চিন। শনিবার জি-২০ বৈঠকে ফের এই আশ্বাস দিলেন সেখানকার শীর্ষ ব্যাঙ্ক পিপল্‌স ব্যাঙ্ক অব চায়নার গভর্নর ঝউ জিয়াওচুয়ান।

Advertisement

সাংহাই

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৭
Share:

রফতানি বাড়াতে নিজেদের মুদ্রা ইউয়ানের দাম অতিরিক্ত কমাবে না চিন। শনিবার জি-২০ বৈঠকে ফের এই আশ্বাস দিলেন সেখানকার শীর্ষ ব্যাঙ্ক পিপল্‌স ব্যাঙ্ক অব চায়নার গভর্নর ঝউ জিয়াওচুয়ান। গত বছর এবং ২০১৬-র শুরুতে চিনের মুদ্রার দাম কমা এবং শেয়ার বাজারে ধস বিশ্বের বিভিন্ন দেশের বাজারেও অস্থিরতা তৈরি করেছিল। জিয়াওচুয়ানের দাবি, দেশের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভাল। তাই ইউয়ানের টানা পতনের কোনও ভিত্তি নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement