রফতানি বাড়াতে নিজেদের মুদ্রা ইউয়ানের দাম অতিরিক্ত কমাবে না চিন। শনিবার জি-২০ বৈঠকে ফের এই আশ্বাস দিলেন সেখানকার শীর্ষ ব্যাঙ্ক পিপল্স ব্যাঙ্ক অব চায়নার গভর্নর ঝউ জিয়াওচুয়ান। গত বছর এবং ২০১৬-র শুরুতে চিনের মুদ্রার দাম কমা এবং শেয়ার বাজারে ধস বিশ্বের বিভিন্ন দেশের বাজারেও অস্থিরতা তৈরি করেছিল। জিয়াওচুয়ানের দাবি, দেশের আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভাল। তাই ইউয়ানের টানা পতনের কোনও ভিত্তি নেই।