Viral Video

সন্তানের পা কামড়ে ধরল ভয়ঙ্কর পিটবুল! বাঁচাতে মরিয়া লড়াই মায়ের, কী হল শেষমেশ? ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় এক শিশুর পা কামড়ে ধরেছে একটি পিটবুল। শিশুটির মা জাপটে ধরে রেখেছেন সন্তানকে। বেশ কয়েক জন পথচারীও কুকুরটিকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পিটবুলের আক্রমণের শিকার বছরখানেকের শিশু। মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় নাবালকের দিকে তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। পা কামড়ে ধরে তার। ভয়াবহ ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়্যারের কাছে। কোনও কারণ ছাড়াই শিশুটিকে আক্রমণ করে ওই পিটবুল। সন্তানের প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন মহিলা। এক পথচারীও এগিয়ে আসেন। পিটবুলটিকে শিশুর কাছ থেকে সরিয়ে আনতে সক্ষম হন তিনি। ভয়াবহ সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় এক শিশুর পা কামড়ে ধরেছে একটি পিটবুল। শিশুটির মা জাপটে ধরে রেখেছেন সন্তানকে। বেশ কয়েক জন পথচারীও কুকুরটিকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কুকুরটি কিছুতেই শিশুটির পা ছাড়ছিল না। এর পর সন্তানকে রক্ষা করতে মরিয়া হয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন ওই মহিলা। দৌড়ে আসেন এক পথচারী। কুকুরটিকে শক্ত করে ধরে ফেলেন তিনি। পিছনের দিকে টেনে আনেন। শিশুর পা ছেড়ে দিতে বাধ্য হয় পিটবুল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আই এক্সপোজ় রেজ়িস্ট অ্যান্ড পেডোস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পিটবুলের মালিকের শাস্তির দাবিতে সরব হয়েছেন অনেকে। অনেকে আবার শিশুটির সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement