চিনের ভিডিও স্ট্রিমিং সংস্থা হাতে নিতে প্রস্তাব আলিবাবার

চিনের ইন্টারনেটে ভিডিও পরিষেবা সংস্থা (ভিডিও স্ট্রিমিং) ইউকু টুডুও-কে পুরোপুরি কিনে নিতে প্রস্তাব দিল আলিবাবা। এ জন্য প্রায় ৩৬০ কোটি ডলার নগদ দিতে চায় চিনের ই-কমার্স সংস্থাটি। গত বছরই ‘চিনের ইউটিউব’ নামে পরিচিত ইউকু টুডুও-র ১৮.৩ শতাংশ শেয়ার হাতে নিয়েছে আলিবাবা। নতুন প্রস্তাবে ভিডিও স্ট্রিমিং সংস্থাটির বাজার দর দাঁড়াতে পারে প্রায় ৫২০ কোটি ডলারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ০০:৪৯
Share:

চিনের ইন্টারনেটে ভিডিও পরিষেবা সংস্থা (ভিডিও স্ট্রিমিং) ইউকু টুডুও-কে পুরোপুরি কিনে নিতে প্রস্তাব দিল আলিবাবা। এ জন্য প্রায় ৩৬০ কোটি ডলার নগদ দিতে চায় চিনের ই-কমার্স সংস্থাটি। গত বছরই ‘চিনের ইউটিউব’ নামে পরিচিত ইউকু টুডুও-র ১৮.৩ শতাংশ শেয়ার হাতে নিয়েছে আলিবাবা। নতুন প্রস্তাবে ভিডিও স্ট্রিমিং সংস্থাটির বাজার দর দাঁড়াতে পারে প্রায় ৫২০ কোটি ডলারে।

Advertisement

নিজেদের পরিষেবার প্রসার বাড়াতে আগামী দিনে নেটে ভিডিও পরিষেবাকে হাতিয়ার করতে চায় আলিবাবা। সেই কারণেই এই উদ্যোগ বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই ইউকু টুডুও-র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও ভিক্টর কু অধিগ্রহণের প্রস্তাবে নিজের সমর্থন জানিয়েছেন। তবে প্রস্তাব খতিয়ে দেখতে দু’জন স্বাধীন ডিরেক্টরের কমিটি গঠন করেছে সংস্থার পরিচালন পর্ষদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement