জেনিভায় আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী

প্রতি বছরই এই সময় দুনিয়াজুড়ে গাড়িপ্রেমীদের চোখ থাকে জেনিভার আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীর দিকে। সুইৎজারল্যান্ডের ওই শহরে এই প্রদর্শনীতে ফি বছর নিজেদের নতুন গাড়ির সম্ভার নিয়ে হাজির হয় বিশ্বের তাবড় গাড়ি সংস্থা। তার মধ্যে নয়া মডেল যেমন থাকে, তেমনই থাকে ভবিষ্যতের গাড়িও (কনসেপ্ট কার)। এই বছরও জেনিভায় শুরু হয়েছে ৮৫তম আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী। প্রথা মেনে মূল প্রদর্শনী শুরুর আগে তা খুলে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের জন্য।

Advertisement
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:০১
Share:

টাটা মোটরসের ভবিষ্যতের গাড়ি (কনসেপ্ট কার) কানেক্টনেক্সট।

প্রতি বছরই এই সময় দুনিয়াজুড়ে গাড়িপ্রেমীদের চোখ থাকে জেনিভার আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীর দিকে। সুইৎজারল্যান্ডের ওই শহরে এই প্রদর্শনীতে ফি বছর নিজেদের নতুন গাড়ির সম্ভার নিয়ে হাজির হয় বিশ্বের তাবড় গাড়ি সংস্থা। তার মধ্যে নয়া মডেল যেমন থাকে, তেমনই থাকে ভবিষ্যতের গাড়িও (কনসেপ্ট কার)। এই বছরও জেনিভায় শুরু হয়েছে ৮৫তম আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী। প্রথা মেনে মূল প্রদর্শনী শুরুর আগে তা খুলে দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের জন্য। নানা দেশের গাড়ি বহুজাতিকগুলির পাশে সেখানে নজর কাড়ছে টাটা মোটরসের ভবিষ্যতের গাড়িও।

Advertisement

প্রদর্শনীর ছবিগুলি রয়টার্স-এর তোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement