জাপানি সংস্থার সঙ্গে দু’টি চুক্তি মুকেশ,অনিলের

ব্যবসা বাড়ানোর নয়া কৌশল হিসেবে একই দিনে মিৎসুই ব্র্যান্ডের আওতায় দু’টি আলাদা সংস্থার সঙ্গে চুক্তি সারলেন মুকেশ ও অনিল অম্বানী। বড়দিনে দুই ভাইয়েরই জাপানি সংস্থার সঙ্গে এই জোট কাকতালীয়। তবে তা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে শিল্পমহল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০১:১৭
Share:

ব্যবসা বাড়ানোর নয়া কৌশল হিসেবে একই দিনে মিৎসুই ব্র্যান্ডের আওতায় দু’টি আলাদা সংস্থার সঙ্গে চুক্তি সারলেন মুকেশ ও অনিল অম্বানী। বড়দিনে দুই ভাইয়েরই জাপানি সংস্থার সঙ্গে এই জোট কাকতালীয়। তবে তা তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে শিল্পমহল।

Advertisement

উত্তর আমেরিকা থেকে ভারতে তরল ইথেন নিয়ে আসার জন্য জাপানের বৃহত্তম জাহাজ পরিবহণ সংস্থা মিৎসুই ওএসকে লাইন্স-এর সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি সই করেছে মুকেশের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)। অন্য দিকে, ব্যাঙ্কিং ব্যবসায় পা রাখতে জাপানের সুমিতোমো মিৎসুই ট্রাস্ট ব্যাঙ্কের সঙ্গে হাত মেলাল অনিল অম্বানী গোষ্ঠী। জাপানের এই বৃহত্তম আর্থিক সংস্থা অনিল গোষ্ঠীর সংস্থা রিলায়্যান্স ক্যাপের ২.৭৭% শেয়ার হাতে নিচ্ছে ৩৭১ কোটি টাকায়। প্রসঙ্গত, সুমিতোমো ব্যাঙ্কের সম্পদের অঙ্ক ১.৮ লক্ষ কোটি ডলার।

ইথেন আমদানির জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা দক্ষিণ কোরিয়ার স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ-কে ৮৭ হাজার বর্গ মিটারের ছ’টি জাহাজ তৈরির বরাত দিয়েছে মুকেশ অম্বানীর সংস্থা। চুক্তি অনুযায়ী, প্রথমে ইথেন বইবার বৃহৎ জাহাজগুলি তৈরির এই বিষয়টি তত্ত্বাবধান করবে মিৎসুই। এবং হাতে আসার পরে সেগুলি পরিচালনার দায়িত্বও থাকবে তাদের। রিলায়্যান্সের দাবি, তাদের ইথেন আমদানি প্রকল্প সফল ভাবে বাস্তবায়িত করার অন্যতম পদক্ষেপ এই জোট। জাহাজগুলি আগামী ২০১৬-র শেষ ত্রৈমাসিক নাগাদ হাতে আসতে পারে বলে জানিয়েছে মিৎসুই।

Advertisement

প্রসঙ্গত, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর মতো পেট্রোকেমিক্যাল উৎপাদক সংস্থাগুলি বর্তমানে ইথেন ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে। কারণ, ন্যাপথার তুলনায় ইথেনের দাম কম। পাশাপাশি আবার শেল গ্যাস বিপ্লবের হাত ধরে উত্তর আমেরিকায় বিপুল পরিমাণে ইথেন (প্রাকৃতিক গ্যাসের উপাদান) উৎপাদনের সম্ভাবনা। ফলে সব মিলিয়ে রিলায়্যান্সের এই ব্যবসায়িক কৌশল তাই পেট্রোকেমিক্যাল ব্যবসা বাড়ানোর পথেই আর এক বড়সড় পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement