দিনভর ওঠা-পড়া সত্ত্বেও বাড়ল সেনসেক্স

হোলির আগের দিন মোটামুটি চাঙ্গাই ছিল ভারতের শেয়ার বাজার। বাজার খোলার পর থেকে সকালের দিকে অবশ্য সূচকের মুখ নীচের দিকেই ছিল। তবে দিনের শেষে ৬৮.২২ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয় ২৯,৪৪৮.৯৫ পয়েন্টে। আগামী কাল শুক্রবার হোলি উপলক্ষে বন্ধ থাকবে শেয়ার বাজার। তারপর শনি-রবিবার বাজার বন্ধ। ফলে বাজার খুলবে আগামী সপ্তাহে। বিশেষজ্ঞদের ধারণা, সেনসেক্সের ৩০ হাজারের ঘরে ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০০:০১
Share:

হোলির আগের দিন মোটামুটি চাঙ্গাই ছিল ভারতের শেয়ার বাজার। বাজার খোলার পর থেকে সকালের দিকে অবশ্য সূচকের মুখ নীচের দিকেই ছিল। তবে দিনের শেষে ৬৮.২২ পয়েন্ট বেড়ে সেনসেক্স বন্ধ হয় ২৯,৪৪৮.৯৫ পয়েন্টে। আগামী কাল শুক্রবার হোলি উপলক্ষে বন্ধ থাকবে শেয়ার বাজার। তারপর শনি-রবিবার বাজার বন্ধ। ফলে বাজার খুলবে আগামী সপ্তাহে। বিশেষজ্ঞদের ধারণা, সেনসেক্সের ৩০ হাজারের ঘরে ঢোকা এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

বুধবারই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন অপ্রত্যাশিত ভাবে সুদের হার কমিয়ে দেওয়ায় সেনসেক্স সকালেই ৩০ হাজারের ঘরে চলে গিয়ে ৩০,০২৪.৭৪ অঙ্কে ঠেকে। কিন্তু তার পরেই মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। যার জেরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স আগের দিনের থেকে ২১৩ পয়েন্ট কমে থিতু হয় ২৯৩৮০.৭৩ অঙ্কে। তার পর বৃহস্পতিবারও দিনভর ওঠা-পড়া চলে বাজারে। সেনসেক্স ঘোরাফেরা করে ২৯,৫১৮.৩২ থেকে ২৯,১৬২.৪৭ অঙ্কের মধ্যে। শেয পর্যন্ত বাজার বন্ধের সময়ে ঊর্ধ্বমুখীই ছিল সেনসেক্স। নিফটিও সামান্য বেড়ে থামে ৮৯৩৭.৭৫ পয়েন্টে।

রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর জেরে এ দিন মূলত চাঙ্গা হয়ে ওঠে ব্যাঙ্কিং, গাড়ি ও আবাসন সংস্থার শেয়ার। পাশাপাশি, সেনসেক্সের উত্থানে নেতৃত্ব দেয় ভোগ্যপণ্য ও বিদ্যুৎ সংস্থার শেয়ার। মাঝারি মূলধনের সংস্থার দরও এ দিন বাড়ে।

Advertisement

চার দিন একটানা পার পরে ডলারের তুলনায় টাকার দামও এ দিন ৯ পয়সা বেড়ে যায়। ফলে দিনের শেষে প্রতি ডলারের দর দাঁড়ায় ৬২.১৬ টাকায়। শেয়ার বাজার চাঙ্গা থাকার পাশাপাশি, ব্যাঙ্ক ও রফতানিকারীদের ডলার বিক্রির জেরেই বেড়ে যায় টাকার দাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন