নতুন নজির সূচকের, বাড়ল টাকার দামও

চাঙ্গা বাজারকে শুক্রবার আরও উৎসাহিত করল আইএনজি বৈশ্য ব্যাঙ্ক কেনা নিয়ে কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের ঘোষণা। ফলে সেনসেক্স উঠল ২৬৭.০৭ পয়েন্ট। এবং ২৮,৩৩৪.৬৩ অঙ্কে থিতু হয়ে ফের গড়ল উচ্চতার নতুন নজির। ৮,৪৭৭.৩৫ অঙ্কে পৌঁছে রেকর্ড করেছে নিফ্টিও। এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও বেড়েছে ১৮ পয়সা। এক ডলার হয়েছে ৬১.৭৬ টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০২:৩৯
Share:

চাঙ্গা বাজারকে শুক্রবার আরও উৎসাহিত করল আইএনজি বৈশ্য ব্যাঙ্ক কেনা নিয়ে কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের ঘোষণা। ফলে সেনসেক্স উঠল ২৬৭.০৭ পয়েন্ট। এবং ২৮,৩৩৪.৬৩ অঙ্কে থিতু হয়ে ফের গড়ল উচ্চতার নতুন নজির। ৮,৪৭৭.৩৫ অঙ্কে পৌঁছে রেকর্ড করেছে নিফ্টিও। এ দিন ডলারের সাপেক্ষে টাকার দামও বেড়েছে ১৮ পয়সা। এক ডলার হয়েছে ৬১.৭৬ টাকা।

Advertisement

বৃদ্ধির চাকায় গতি ফেরাতে মোদী সরকার শীতকালীন অধিবেশনে কিছু সংস্কারমুখী বিল আনবে, এই আশায় বেশ কিছু দিন ধরেই ঊর্ধ্বমুখী বাজার। মাঝেমধ্যে তা একটু পড়ছে উঁচু বাজারে মুনাফা ঘরে তোলার জন্য শেয়ার বিক্রির জেরে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক ঘোষণা করে আইএনজি বৈশ্য ব্যাঙ্ককে হাতে নেওয়ার কথা। যা ভারতে ব্যাঙ্কিং শিল্পের বৃহত্তম সংযুক্তি। আর তার পরই এ দিন বিভিন্ন ব্যাঙ্কের শেয়ার কিনতে তুমুল উৎসাহিত হয়ে ওঠেন লগ্নিকারীরা। তাঁদের আশা, এ ভাবে সংযুক্তির মাধ্যমে বড় মাপের ব্যাঙ্ক তৈরির ঘটনা ব্যাঙ্কিং শিল্পে আরও ঘটবে। মজবুত হবে এই শিল্পের পায়ের তলার মাটি। শুধু এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচ ডি এফ সি ব্যাঙ্কের জন্যই সেনসেক্স উঠেছে প্রায় ১৫০ পয়েন্ট। কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের শেয়ার দরও ৩.৭% বেড়েছে। বেড়েছে সম্প্রতি শেয়ার ভাঙা স্টেট ব্যাঙ্কের দরও।

এ দিন অবশ্য বিভিন্ন দেশের সূচকই বেড়েছে। যার অন্যতম কারণ চিনের শীর্ষ ব্যাঙ্কের সুদ কমানোর খবর। এশীয় বাজারের পাশপাশি বেড়েছে ইউরোপের অনেক সূচকও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন