সূচকের নয়া রেকর্ড

তিন দিনের লম্বা ছুটি থেকে ফিরেই এক জোড়া নতুন রেকর্ড গড়ল সেনসেক্স। সোমবার লেনদেন চলাকালীন এক সময় বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক পৌঁছে গিয়েছিল ২২,৭৯৫.৫৮ পয়েন্টে। সেনসেক্সের ইতিহাসে যা সর্বোচ্চ। দিনের শেষে এই উচ্চতা ধরে রাখতে না-পারলেও, তা দৌড় শেষ করল ২২,৭৬৪.৮৩ অঙ্কে। যা শুধু আগের দিনের (গত বৃহস্পতিবার) তুলনায় ১৩৫.৯৯ পয়েন্ট বেশিই নয়, লেনদেন বন্ধের সময়ের নিরিখে এ পর্যন্ত সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৪ ০৩:১২
Share:

তিন দিনের লম্বা ছুটি থেকে ফিরেই এক জোড়া নতুন রেকর্ড গড়ল সেনসেক্স। সোমবার লেনদেন চলাকালীন এক সময় বম্বে স্টক এক্সচেঞ্জের ওই সূচক পৌঁছে গিয়েছিল ২২,৭৯৫.৫৮ পয়েন্টে। সেনসেক্সের ইতিহাসে যা সর্বোচ্চ। দিনের শেষে এই উচ্চতা ধরে রাখতে না-পারলেও, তা দৌড় শেষ করল ২২,৭৬৪.৮৩ অঙ্কে। যা শুধু আগের দিনের (গত বৃহস্পতিবার) তুলনায় ১৩৫.৯৯ পয়েন্ট বেশিই নয়, লেনদেন বন্ধের সময়ের নিরিখে এ পর্যন্ত সর্বোচ্চ।

Advertisement

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ৬,৮০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেক সূচক নিফ্টি-ও। এ দিন রেকর্ড গড়ে তা থিতু হয়েছে ৬,৮১৭.৬৫ পয়েন্টে।

বিশেষজ্ঞদের মতে, এ দিন সেনসেক্সের উত্থানের অন্যতম কারণ রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-সহ বড় ও নামী (ব্লু-চিপ) সংস্থাগুলির শেয়ারের ভাল চাহিদা। বাজারকে ঠেলে তুলেছে বিভিন্ন ব্যাঙ্কের শেয়ার কেনার হিড়িকও। অনেকেই মনে করেছেন, টিসিএস, এইচসিএল টেকনোলজিস, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থাগুলি ভাল আর্থিক ফলাফল প্রকাশ করায় এমনিতেই কিছুটা আশার সঞ্চার হয়েছে বাজারে। এ সপ্তাহের শেষ থেকেই ফলাফল ঘোষণা করার কথা অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বিভিন্ন ব্যাঙ্কের। বিশেষজ্ঞরা মনে করছেন, সেই সমস্ত ফলও ভাল হবে বলে আশা করেই এ দিন ব্যাঙ্কের শেয়ারে লগ্নি করতে ঝাঁপিয়েছেন অনেকে।

Advertisement

বাজারের পালে হাওয়া জুগিয়েছে গোয়ায় আকরিক লোহা খনন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ও। ওই রাজ্যে আকরিক লোহা তোলা নিয়ে গত দেড় বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল, তা এ দিন তুলে নিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার জেরে এক লাফে ৪.৭৮% শেয়ার দর বেড়েছে শুধু সেসা স্টারলাইটেরই।

তবে বিশেষজ্ঞদের মতে, বাজার এখন যেখানে দাঁড়িয়ে, তাতে দেশি-বিদেশি লগ্নিকারীরা মুনাফার কড়ি ঘরে তুলতে চেষ্টা করলে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তাই মাঝেমধ্যে ছোটখাটো পতনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন