সাত বছরে ছ’কোটি দক্ষ কর্মী লাগবে বস্ত্রশিল্পে

আগামী ২০২২ সালের মধ্যে বস্ত্রশিল্পে কাজ করার জন্য ডাক পড়বে প্রায় ছ’কোটি দক্ষ কর্মীর। সম্প্রতি এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। এই শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কাজের দক্ষতা বাড়ানোর জন্য আনা এক প্রশিক্ষণ প্রকল্পের উপর আয়োজিত জাতীয় কর্মশালায় এসে এ কথা জানান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০২:১৬
Share:

আগামী ২০২২ সালের মধ্যে বস্ত্রশিল্পে কাজ করার জন্য ডাক পড়বে প্রায় ছ’কোটি দক্ষ কর্মীর। সম্প্রতি এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। এই শিল্পের বিভিন্ন ক্ষেত্রে কাজের দক্ষতা বাড়ানোর জন্য আনা এক প্রশিক্ষণ প্রকল্পের উপর আয়োজিত জাতীয় কর্মশালায় এসে এ কথা জানান তিনি।

Advertisement

পরিসংখ্যান বলছে, বস্ত্র ও তার সঙ্গে সম্পর্কিত নানা ক্ষেত্রে মহিলাদের কর্মসংস্থানের পরিমাণ চমকে দেওয়ার মতো। যা দেখে খুশি গাঙ্গোয়ার আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রকল্পকে নতুন দিশা দেখাবে।

শিল্পের চাহিদা অনুযায়ী এবং উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন বস্ত্রসচিব সঞ্জয় কুমার পন্ডাও। কারণ তাঁর দাবি, ভাল ও অর্থপূর্ণ কাজ করতে হলে তার জন্য উপযুক্ত পারদর্শিতা করায়ত্ত করতে হবে। তাঁর যুক্তি, দক্ষতাকে হাতিয়ার করেই উৎপাদন বাড়ানো সম্ভব হবে সংগঠিত বস্ত্রশিল্পে। আর তার ফলেই তৈরি হবে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ।

Advertisement

একই সঙ্গে অবশ্য মন্ত্রী-সচিবদের কথায় গুরুত্ব পেয়েছে শিল্পের অসংগঠিত অংশও। সচিবের দাবি, অসংগঠিত অংশকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে স্বয়ম্ভর গোষ্ঠীর (সেল্ফ হেল্প গ্রুপ) আওতায় সংগঠিত করতে উদ্যোগী হয়েছেন তাঁরা। প্রয়োজনীয় পরিকাঠামো, প্রশিক্ষণ ও নকশা সংক্রান্ত সহায়তা দেওয়ার জন্য বিশেষ কেন্দ্র, ‘কমন ফেসিলিটি সেন্টার’ গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন