হাতফেরতা গাড়ির আলাদা বিক্রয়কেন্দ্র খুলছে অডি

ভারতে দামি গাড়ির বাজার বাড়ছে। সেই বাজারে দখলদারি আরও বাড়াতে হাতফেরতা গাড়ি ব্যবসার উপর জোর দিচ্ছে জার্মান বহুজাতিক অডি। গত বছরের চেয়ে এ বার এ ধরনের গাড়ির বিক্রি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে হাতফেরতা গাড়ির আলাদা শো-রুম খুলছে সংস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৯
Share:

ভারতে দামি গাড়ির বাজার বাড়ছে। সেই বাজারে দখলদারি আরও বাড়াতে হাতফেরতা গাড়ি ব্যবসার উপর জোর দিচ্ছে জার্মান বহুজাতিক অডি। গত বছরের চেয়ে এ বার এ ধরনের গাড়ির বিক্রি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা। সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে হাতফেরতা গাড়ির আলাদা শো-রুম খুলছে সংস্থা।

Advertisement

মোহন মোটরস-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে কলকাতায় নিউ আলিপুর এলাকায় এ রকম একটি শো-রুম সম্প্রতি চালু করল সংস্থা। এ রাজ্যে এটি প্রথম। সেই উপলক্ষে কলকাতায় এসে অডি ইন্ডিয়া-র শীর্ষ কর্তা জো কিং জানান, ২০১৪-এ তাঁরা ভারতে ৫০০টি হাতফেরতা গাড়ি বিক্রি করেছিলেন। এ বার তাঁদের লক্ষ্য এমন ১,০০০টি গাড়ি বিক্রি।

কয়েক বছরে পুরনো গাড়ির ভাল দাম পেলে সেটি বেচে নতুন গাড়ির দিকে ঝোঁকার প্রবণতা ক্রেতাদের মধ্যে থাকে। সে ক্ষেত্রে পুরনো গাড়ির খরচও অনেকটা পুষিয়ে যায়। তাই ক্রেতাদের সেই আগ্রহটা বাড়িয়ে তুলতে পারলে নতুন গাড়ির বিক্রিও বাড়ে। আবার অনেকেই কম দামে পুরনো গাড়ি কিনে শখ মেটানোর পথে হাঁটেন। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রেখে ব্যবসার বৃত্তটা বাড়াতে পুরনো গাড়ি বিপণনের শৃঙ্খল গড়ে তোলে সংস্থাগুলি। অডি-ও সেই পথেই হাঁটতে চাইছে। তবে ওই শো-রুমে অডি ছাড়াও অন্য দামি গাড়ি বিক্রিরও সুযোগ মিলবে। সব মিলিয়ে দেশে এখন সংস্থার হাতফেরতা গাড়ির শো-রুমের সংখ্যা সাতটি।

Advertisement

পাশাপাশি নয়া গাড়ির বিক্রি বাড়াতে এ বছর ১০টি গাড়ি বাজারে আনবে সংস্থা। তবে এর মধ্যে আনকোরার সঙ্গে কিছু চালু গাড়ির নতুন সংস্করণও থাকবে বলে জানান সংস্থার কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন