Airport Metro Station

মেট্রোর বিমানবন্দর স্টেশনের ছাদ ঢালাই

লকডাউনের মধ্যেই নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো প্রকল্পের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২০ ০১:৪৩
Share:

বিমানবন্দরের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের ছাদ তৈরির কাজ চলছে। নিজস্ব চিত্র

লকডাউনের মধ্যেই নোয়াপাড়া-বিমানবন্দর-বারাসত মেট্রো প্রকল্পের কাজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। ওই মেট্রোপথে বিমানবন্দর স্টেশনের সব চেয়ে উপরের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ১৫০০ ঘনমিটার কংক্রিটের কাজ দু’দিনের মধ্যে করা হয়েছে বলে মেট্রো সূত্রের খবর। ওই মেট্রোপথের বিমানবন্দর স্টেশনটি মাটির নীচে তৈরি হচ্ছে।

Advertisement

এই ধরনের স্টেশনের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট পরিসরে চারপাশে ‘ডায়াফ্রাম ওয়াল’ তৈরি করে উপর থেকে স্টেশনের নির্মাণকাজ শুরু করা হয়। প্রযুক্তিবিদদের পরিভাষায় একে ‘টপ ডাউন’ পদ্ধতি বলা হয়। এতে স্টেশনের উপরের অংশ আগে তৈরি করে ধাপে ধাপে নীচের মাটি সরিয়ে পরের অংশ নির্মাণ করা হয়। তাতে ধস নামার আশঙ্কা অনেক কমে যায়। এ ক্ষেত্রেও স্টেশনের উপরের অংশ তৈরি হওয়ার পরে ধাপে ধাপে নীচের তলাগুলি তৈরি করা হবে।

লকডাউনের মধ্যেই সতর্কতা মেনে ওই নির্মাণকাজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সম্প্রতি প্রায় ১৫০০ ঘনমিটারের কংক্রিটের ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন