চিত্রকলা ও ভাস্কর্য ২

আলুলায়িত কুন্তলা নারী

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত পুলক কর্মকারের প্রদর্শনীতে স্বাভাবিকতাবাদী আঙ্গিকের সঙ্গে নব্য-ভারতীয় ঘরানার স্বদেশচেতনাকে মিশিয়ে নেওয়ার প্রবণতাটি দৃষ্টি আকর্ষণ করে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০২:০২
Share:

অ্যাকাডেমিতে অনুষ্ঠিত পুলক কর্মকারের প্রদর্শনীতে স্বাভাবিকতাবাদী আঙ্গিকের সঙ্গে নব্য-ভারতীয় ঘরানার স্বদেশচেতনাকে মিশিয়ে নেওয়ার প্রবণতাটি দৃষ্টি আকর্ষণ করে। লৌকিক বিষয় নিয়ে তিনি ছবি এঁকেছেন। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, একতারা বাজিয়ে গান গাইছে বাউল, প্রস্ফুটমান পদ্ম হাতে দাঁড়িয়ে আলুলায়িত কুন্তলা নারী, কলসি কাঁখে ছন্দিত ভঙ্গিতে দণ্ডায়মান মানবী— তাঁর ছবির বিষয়। উপস্থাপনায় মগ্নতা আছে। প্রয়োজন একটু আঙ্গিকগত স্বাতন্ত্র্য।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

অ্যাকাডেমি: • দোলন কুণ্ডু মণ্ডল ২ সেপ্টেম্বর পর্যন্ত।

মলয় দত্ত, দীননাথ সাহা প্রমুখ ২ সেপ্টেম্বর পর্যন্ত।

বিড়লা অ্যাকাডেমি:•অনির্বাণ হালদার, অর্ক গোস্বামী প্রমুখ ১১ পর্যন্ত।

গ্যালারি গোল্ড: •মনের মিলন ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

.ভারতীয় জাদুঘর: •চারুকলার শিল্পীদের চিত্রপ্রদর্শনী কাল শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement