চিত্রকলা ও ভাস্কর্য ২

প্রকৃতির নিবিড় আলিঙ্গনে

অলি মিশ্র একক প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। বিশ্বভারতী থেকে চিত্রকলায় তিনি স্নাতকোত্তর (২০০৮)। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই শিল্পী খুব নিবিড় ভাবে দেখেন প্রকৃতিকে। যা পরিস্ফুট জলরঙে আঁকা তাঁর ২২-টি নিসর্গ চিত্রে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০০:০০
Share:

অলি মিশ্র একক প্রদর্শনী করলেন অ্যাকাডেমিতে। বিশ্বভারতী থেকে চিত্রকলায় তিনি স্নাতকোত্তর (২০০৮)। শ্রবণ ও বাক প্রতিবন্ধী এই শিল্পী খুব নিবিড় ভাবে দেখেন প্রকৃতিকে। যা পরিস্ফুট জলরঙে আঁকা তাঁর ২২-টি নিসর্গ চিত্রে। জলরং মাধ্যমেই বিশেষ এক ধরনের বুনোট তৈরি করেছেন। প্রকৃতির স্বাভাবিকতাকে শিল্পী নিজস্ব মননে রূপান্তরিত করেছে। স্বাভাবিকতার ভিতর মগ্ন এক অন্তর্মুখীনতার সঞ্চার তাঁর ছবিগুলির নিজস্ব বৈশিষ্ট্য।

Advertisement

প্রদর্শনী

চলছে

Advertisement

সিমা: • সামার শো ২৩ জুলাই পর্যন্ত।

অ্যাকাডেমি: • বিদ্যুৎ বসাক, বিশ্বজিৎ মিত্র, চন্দন দাশ প্রমুখ ১৬ পর্যন্ত।

সুব্রত পাল, সুশান্ত দত্ত, স্নেহাংশু দাশ প্রমুখ ১৬ পর্যন্ত।

শ্রীমহাদেব ১৬ পর্যন্ত।

মণীষা হাজরৈ ১৭ পর্যন্ত।

আইসিসিআর: • মিনিয়েচার কাল শেষ।

গ্যালারি গোল্ড: • ইউনিক ১৩ থেকে ১৭ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement