চিত্রকলা ও ভাস্কর্য ২

শৈশবের আয়নায় বিড়ালের রূপারো

ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ সম্মেলক প্রদর্শনী করল এলোরা আর্টস গ্যালারিতে। শুভেন্দু পালিত তাঁর কল্পিত নিসর্গ রচনায় প্রকৃতির বিস্তারকে ধরেছেন। মধুবন্তী পালের বিড়ালের রূপারোপটি শৈশব সারল্য থেকে আঁকা।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ২৩:৫৯
Share:

ক্রিয়েটিভ পেইন্টার্স গ্রুপ সম্মেলক প্রদর্শনী করল এলোরা আর্টস গ্যালারিতে। শুভেন্দু পালিত তাঁর কল্পিত নিসর্গ রচনায় প্রকৃতির বিস্তারকে ধরেছেন। মধুবন্তী পালের বিড়ালের রূপারোপটি শৈশব সারল্য থেকে আঁকা। ভিক্টর গঙ্গোপাধ্যায় এঁকেছেন একগুচ্ছ গোলাপ। মহুয়া রায়ও এঁকেছেন প্রস্ফুটিত ফুলের ছবি। গাছের শিকড় ও ডাল দিয়ে ভাস্কর্যধর্মী কাজ করেছেন স্বপন। অরিত্র আদকের আলোকচিত্রটি চিত্রীয় বৈশিষ্ট্যের জন্য অভিনবত্ব অর্জন করেছে।

Advertisement

প্রদর্শনী

Advertisement

চলছে

অ্যাকাডেমি: অতনু ঘোষ ২০ থেকে ২৬ পর্যন্ত।

অভিসার গ্যালারি: রাম কুমার মান্না, দীপঙ্কর সাংকৃত্তায়ন ২২পর্যন্ত।

রেঞ্জ গ্যালারি: রবীন মণ্ডল, পার্থ প্রতিম দেব, শঙ্কর ঘোষ প্রমুখ ২২ পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement