চিত্রকলা ও ভাস্কর্য ২...

চাওয়া না-পাওয়ার সংঘাত

মানুষ বা যে কোনও প্রাণী বেঁচে থাকে সুখ বা আনন্দের একটা প্রত্যাশা নিয়ে। এই চাওয়া না পাওয়ার সংঘাত থেকে নির্ধারিত হয় তার জীবনযাপন। এই ভাবনাকে ভিত্তি করে অভিজিৎ দে ছবি এঁকেছেন চিত্রকূট গ্যালারিতে অনুষ্ঠিত তাঁর সাম্প্রতিক একক প্রদর্শনীতে।

Advertisement

মৃণাল ঘোষ

শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০০:০৭
Share:

মানুষ বা যে কোনও প্রাণী বেঁচে থাকে সুখ বা আনন্দের একটা প্রত্যাশা নিয়ে। এই চাওয়া না পাওয়ার সংঘাত থেকে নির্ধারিত হয় তার জীবনযাপন। এই ভাবনাকে ভিত্তি করে অভিজিৎ দে ছবি এঁকেছেন চিত্রকূট গ্যালারিতে অনুষ্ঠিত তাঁর সাম্প্রতিক একক প্রদর্শনীতে। অ্যাক্রিলিকের ক্যানভাস ও গ্রাফিক্সের এই ছবিগুলিতে তিনি রূপাবয়বকে স্বাভাবিকতা থেকে রূপান্তরিত করে গ্রটেস্ক বা কিমাকারের দিকে নিয়ে গেছেন। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতকোত্তর শিক্ষা সমাপ্ত করা এই তরুণ শিল্পীর ভাবনা ও আঙ্গিকে যথেষ্ট স্বকীয়তা আছে।

Advertisement

চলছে

সিমা: গ্রীষ্মকালীন প্রদর্শনী ২ অগস্ট পর্যন্ত।

Advertisement

অ্যাকাডেমি: গৌরব বসু, মহুয়া রায় প্রমুখ ৯ জুন পর্যন্ত। অরুণ, দেবাশিস প্রমুখ ৯ জুন পর্যন্ত।

বিশ্বনাথ দে, মানস মণ্ডল প্রমুখ ৯ জুন পর্যন্ত। দীপঙ্কর মনি ৯ জুন পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement