পুস্তক পরিচয় ৩

চিরস্থায়ী সম্পদ

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পূর্ব পাকিস্তানী আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) থেকে সম্প্রতি গোলাম মুরশিদের সম্পাদনায় প্রকাশিত বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান গত অর্ধশতকে ঢাকার বাংলা একাডেমির অভিধান চর্চার উজ্জ্বল অভিজ্ঞান।

Advertisement
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩
Share:

মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পূর্ব পাকিস্তানী আঞ্চলিক ভাষার অভিধান (১৯৬৫) থেকে সম্প্রতি গোলাম মুরশিদের সম্পাদনায় প্রকাশিত বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান গত অর্ধশতকে ঢাকার বাংলা একাডেমির অভিধান চর্চার উজ্জ্বল অভিজ্ঞান। এই তালিকায় সংযোজিত হল আর একটি গুরুত্বপূর্ণ কাজ— বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ফারসি উর্দু শব্দের অভিধান (সংকলন ও সম্পাদনা ড. মোহাম্মদ হারুন রশিদ, বাংলা একাডেমি ঢাকা, ২০০.০০)।

Advertisement

বাংলা ভাষায় আগত আরবি ফারসি উর্দু শব্দের সংখ্যা কত? বিভিন্ন গবেষক এই সংখ্যা পাঁচ থেকে ন’হাজার বলে চিহ্নিত করেছেন। এই অভিধানে প্রায় ৮৭০০ শীর্ষশব্দ বা ভুক্তি রয়েছে। বানান, অর্থ ইত্যাদি বাংলা লিপিতে, সঙ্গে মূল শব্দের উচ্চারণ ও বানান আরবি লিপিতে দেওয়া আছে। নানা শব্দের প্রয়োগরীতি দেখানো হয়েছে সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়ে।

আম-বাঙালির দৈনন্দিনের কথাবার্তা-লেখাপড়ায় এমন সব শব্দ কতটা জায়গা নিয়ে আছে তা এই অভিধান দেখলে ছবির মতো স্পষ্ট হয়ে যায়। যতই আমরা বিভেদের কাঁটাতার বুনি, কখনও কি পারব আটপৌরে এই শব্দমালাকে ভাষা থেকে বরবাদ করে দিতে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement