কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই, এ বার লন্ডনের এক এআই স্টার্ট-আপ সম্প্রতি দেউলিয়া ঘোষিত হল। অভিযোগ গুরুতর: সংস্থা যত না লাভ করছিল, দেখাচ্ছিল তার তিনশো গুণ বেশি। কিন্তু এহ বাহ্য, যে কাজ আসলে এআই দিয়ে করার কথা, তা নাকি আসলে করছিলেন সুদূর ভারতে বসে সাতশো ইঞ্জিনিয়ার! লোকে ঠাট্টা করছে, মালিক যখন ভারতীয়, তা একটু দেশোয়ালিদের দেখবেন না? কেউ বলছে, এ তো দেখছি ‘আর্টিফিশিয়াল’ বেশি, ‘ইন্টেলিজেন্স’ কম!
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে