Editorial News

আজ আলিঙ্গনের দিন, আজ নতুন শুরুর দিন

আজ আকাশে বাতাসে বিদায়ের সুর, বিসর্জনের বাজনা। মা আজ চলে যাচ্ছেন। বাংলা সংস্কৃতিতে আমরা যাওয়ার কথা বলি না। বলি, আবার এসো মা। বিসর্জনের বাজনায় আবাহনের সুরকে মিশিয়ে নিই আমরা। আগামীর অপেক্ষায় থাকি। তাই বলি, আসছে বছর আবার এসো মা।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭ ০০:০১
Share:

ছবি: সংগৃহীত।

আজ বিজয়া। দুর্গোৎসবের শেষ দিন। শুভ বিজয়ার শুভেচ্ছা নেবেন।

Advertisement

আজ আকাশে বাতাসে বিদায়ের সুর, বিসর্জনের বাজনা। মা আজ চলে যাচ্ছেন। বাংলা সংস্কৃতিতে আমরা যাওয়ার কথা বলি না। বলি, আবার এসো মা। বিসর্জনের বাজনায় আবাহনের সুরকে মিশিয়ে নিই আমরা। আগামীর অপেক্ষায় থাকি। তাই বলি, আসছে বছর আবার এসো মা।

এই শেষের ঘোষণার মধ্যে নতুন শুরুর যে ইঙ্গিত, এর নামই তো জীবন। নিরন্তর এক প্রবাহ। নিরন্তর প্রবহমান এই জীবন। ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলা। কোথাও যদি মনে হয় ওইখানে পথের শেষ, এগিয়ে গেলে দেখা যাবে, ওটা আসলে পথের নতুন কোনও বাঁক, যেখান থেকে শুরু হচ্ছে নতুন কোনও যাত্রা। এ ভাবেই এগিয়ে চলি আমরা সবাই। এ ভাবেই এগিয়ে চলতে চাই। সে জন্য এত দুঃখ-দুর্দশা-বিপদ-আঘাত অতিক্রম করেও আমরা আনন্দের সন্ধানী হই। আমরা তিমিরবিনাশী হই। আমরা আলোর দিশারী।

Advertisement

আরও পড়ুন: আনন্দপ্লাবনে ভেসে গেল বৃষ্টির ফন্দি

তিমির বিনাশের সেই পথও আমাদের আজকের দিনের ঐতিহ্যে রয়েছে। আজ আলিঙ্গনের দিন না? বিভেদবিলাসীদের পরাভূত করার জন্য এর চেয়ে বড় অস্ত্র আছে কি? আমরা তো বিভেদবিনাশী হতে চাই। সেই বিনাশেই নতুনের আমন্ত্রণ। নতুনের জয়গান। তাই শেষ হয়েও এ উৎসবের আবহের শেষ নেই। তা অনন্ত। তা অনাদি।

শুভ বিজয়ার শুভেচ্ছায় সেই আমন্ত্রণ রইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন