জঙ্গলের মধ্য দিয়ে রেললাইন। তার ঠিক পাশেই প্রসববেদনা-কাতর বন্য হাতিটি ছটফট করছে, দেখা গেল। বনকর্মীরা তাই রেললাইন ধরে এগিয়ে আসা মালগাড়ি দাঁড় করিয়ে দিলেন, চালক অপেক্ষা করলেন পাক্কা দু’ঘণ্টা। হস্তিশাবক জন্ম নিল, মা-হাতি বাচ্চাকে নিয়ে নিরাপদে ঢুকে গেল জঙ্গলে, ট্রেনও ভোঁ দিল। ঝাড়খণ্ডের ঘটনা— পুরোটাই সম্ভব হয়েছে বনকর্মী ও রেলকর্মীদের সময়নিষ্ঠ, সুষ্ঠু যোগাযোগে। কেজো নয়, প্রকৃত দরদি মন থেকেই আসে পূর্ণ দায়বদ্ধতা, তারও সাক্ষাৎ উদাহরণ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে