Editorial News

তিলোত্তমার স্বপ্ন ভাসে বৃষ্টিতে, কর্তব্য সারুন শাসক

পাতিপুকুর আন্ডারপাসে জলে ডুবে যাওয়া একটা বাস এবং আটকে পড়া মানুষের আতঙ্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামান্য বেশি বৃষ্টির মোকাবিলা করার ন্যূনতম অস্ত্রটুকুও আমাদের হাতে নেই। যে কোনও সভ্য শহর জীবনযাপনের প্রাথমিক স্বাচ্ছন্দের ব্যবস্থাটুকু করে থাকে।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪১
Share:

অল্প বেশি বৃষ্টিতেই গোটা শহর শুক্রবার অচল হয়ে পড়ল, ডুবে গেল বহু এলাকা, জলমগ্ন নগরী। —ফাইল চিত্র।

কলকাতাকে লন্ডন করার একটা প্রতিশ্রুতি ছিল। নিশ্চয়ই রূপকার্থে, সেটা মেনে নিতে কারও কোনও অসুবিধা নেই এবং সেটা যে একটা স্বপ্ন দেখাও, তা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না। কিন্তু স্বপ্নের খিচুড়িতেও ঘিয়ের পরিমাণ কী হবে তারও একটা ব্যাকরণ থাকে সম্ভবত। কলকাতায় শুক্রবারের বৃষ্টি সে ব্যাকরণকে আরও এক বার মনে করিয়ে দিল। মনে করিয়ে দিল, সভ্যতার নিরিখে পরিকাঠামোর বিচারে কতখানি পিছিয়ে রয়েছে তারা। আমরা, এই কলকাতা।

Advertisement

পাতিপুকুর আন্ডারপাসে জলে ডুবে যাওয়া একটা বাস এবং আটকে পড়া মানুষের আতঙ্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সামান্য বেশি বৃষ্টির মোকাবিলা করার ন্যূনতম অস্ত্রটুকুও আমাদের হাতে নেই। যে কোনও সভ্য শহর জীবনযাপনের প্রাথমিক স্বাচ্ছন্দের ব্যবস্থাটুকু করে থাকে। জলনিকাশি তার মধ্যে একটা মাত্র। অল্প বেশি বৃষ্টিতেই গোটা শহর শুক্রবার যে ভাবে অচল হয়ে পড়ল, ডুবে গেল বহু এলাকা, জলমগ্ন নগরী যখন লন্ডনের স্বপ্নকে বিদ্রূপ করতে শুরু করল তখন আরও এক বার এ শহরকে ভালবাসা নাগরিকের মনে হল শাসকের দায় শুধু স্বপ্ন দেখানোতেই নেই, কর্তব্যেও রয়েছে।

এ শহরকে কল্লোলিনী তিলোত্তমা দেখার স্বপ্ন আমাদের দীর্ঘ দিনের। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকারটুকু থাকুক, সেই স্বপ্নের লক্ষ্যে আমরা অবিচল। আমরা আমাদের কর্তব্য থেকে চ্যুত হইনি। এটুকু বলার গৌরবের থেকে বঞ্চিত যেন না হই আমরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন