গ্যাব্রিয়েলার সঙ্গে বাগ্দান সেরেছেন অর্জুন রামপাল। ছবি: সংগৃহীত।
বিবাহবিচ্ছেদের পরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন রামপাল। দীর্ঘ ছ’বছর সম্পর্কে থাকার পরে বাগ্দানের কথা জানিয়েছেন অর্জুন। বিয়ে করার সম্ভাবনার কথাও বলেছেন। ছ’বছর ধরে একত্রবাস করছেন তাঁরা। দুই সন্তানও রয়েছে। সম্পর্কে যৌনতা কতটা জরুরি, তা নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অর্জুন।
অভিনেতা মনে করেন, যৌনতা খুব জরুরি বিষয়। যৌনতার মাধ্যমে দুটো মানুষ তাঁদের মধ্যে ‘এনার্জি’র আদানপ্রদান ঘটান। অভিনেতা বলেন, “আমি যৌনতা খুব ভালবাসি। সম্পর্কের ক্ষেত্রে যৌনতাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। এক বিছানায় শোয়া কতটা গুরুত্বপূর্ণ, আমরা হয়তো বুঝতে পারি না। তবে এক জন সঙ্গীর সঙ্গেই যৌনতায় বিশ্বাস করি।” অর্জুন আরও জানিয়েছিলেন, তিনি এমন বহু পুরুষকে চেনেন, যাঁরা বিবাহিত জীবনের বাইরেও যৌনতায় লিপ্ত হন। কিন্তু পাশাপাশি দাবি করেন, তাঁরা সুখী দাম্পত্যে রয়েছেন। এমন সমীকরণ তিনি বোঝেন না বলেও জানান অর্জুন।
একসময় অর্জুনকে তাঁর এক বন্ধু বলেছিলেন, গ্যাব্রিয়েলার সঙ্গে তাঁর সম্পর্ক সঠিক সিদ্ধান্ত নয়। কারণ, দু’জনের চারিত্রিক বৈশিষ্ট্য একই ধরনের। কিন্তু ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা মনে করেন, দু’জনের মধ্যে মিল থাকলে সম্পর্কের পক্ষে তা ভালই। অর্জুন ও গ্যাব্রিয়েলার মধ্যে ১৫ বছর বয়সের ব্যবধান। কিন্তু সম্পর্কে তার কোনও প্রভাব পড়ে না বলেও জানিয়েছিলেন অভিনেতা।
সম্প্রতি, রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত ছিলেন অর্জুন ও তাঁর প্রেমিকা। সেখানেই সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তাঁরা। বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে, ভবিষ্যতে কী হতে পারে?” সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, “আমাদের বাগ্দান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।”