Dhurandhar

‘পুষ্পা ২’, ‘ছাওয়া’র নজিরও ভেঙে দিল ‘ধুরন্ধর’! এক সপ্তাহ পেরোতেই কত কোটি সংগ্রহ রণবীরের ছবির?

ছবির দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি। কিন্তু তা ছবির ব্যবসায় কোনও প্রভাব ফেলতে পারেনি। হাতে সময় নিয়েই প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৪
Share:

কত কোটি সংগ্রহ রণবীরের ছবির? ছবি: সংগৃহীত।

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’। প্রথম দিন থেকেই বক্সঅফিসে নজর কেড়েছে এই ছবি। হিসাব প্রথম থেকেই বলছিল, বেশ কয়েকটি নজির গড়বে এই ছবি। সেইমতোই ছবিমুক্তির নবম দিনে ৩০০ কোটির সীমা ছাড়াল ‘ধুরন্ধর’। বিশ্বে ৪৪৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

Advertisement

ছবির দৈর্ঘ্য তিন ঘণ্টার বেশি। কিন্তু তা ছবির ব্যবসায় কোনও প্রভাব ফেলতে পারেনি। হাতে সময় নিয়েই প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকেরা। শুধু ১৩ ডিসেম্বরেই ভারতে এই ছবি ৫৩ কোটি টাকার ব্যবসা করেছে। ১২ ডিসেম্বর এই ছবি ব্যবসা করেছিল ৩২ কোটি টাকার। সপ্তাহান্তে অনেকটা এগিয়ে গিয়েছে আদিত্য ধরের এই ছবি। এখন পর্যন্ত ‘ধুরন্ধর’-এর যা বক্সঅফিস সংগ্রহ, তাকে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন। সমাজমাধ্যমে লিখেছেন, "'ধুরন্ধর’ নতুন দৃষ্টান্ত তৈরি করল।”

তরণের দাবি, ‘পুষ্পা ২’-এর হিন্দি সংস্করণকেও ছাপিয়ে গিয়েছে এই ছবি। ‘পুষ্পা ২’ হিন্দির দ্বিতীয় শনিবারে বক্সঅফিস সংগ্রহ ছিল ৪৬.৫০ কোটি টাকা। ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবির দ্বিতীয় শনিবারের সংগ্রহ ছিল ৪৪.১০ কোটি টাকা। ‘স্ত্রী ২’ ছবির বক্সঅফিস সংগ্রহ ছিল ৩৩.৮০ কোটি টাকা এবং ‘অ্যানিম্যাল’-এর দ্বিতীয় শনিবারের বক্সঅফিস সংগ্রহ ছিল ৩২.৪৭ কোটি টাকা। সেই জায়গায় অনেকটাই এগিয়ে ‘ধুরন্ধর’। তাই চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, মোট ব্যবসার নিরিখেও সফল ছবিগুলিকে ছাপিয়ে যাবে রণবীর সিংহের ছবি।

Advertisement

রণবীরের ছবি ‘সিম্বা’ বক্সঅফিসে ২৪০.৩০ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই নজির নিজেই ভেঙে দিলেন অভিনেতা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাবৎ’ বক্সঅফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই নজিরও পার করে যাবে এই ছবি, আশা অনুরাগীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement