Taku Etō

যৎকিঞ্চিৎ

তুমুল মূল্যবৃদ্ধির মধ্যেই ‘রসিকতা’ করেছিলেন কৃষিমন্ত্রী তাকু এটো। বলেছিলেন, তাঁকে চাল কিনতেই হয় না— সমর্থকরা এত চাল পাঠান যে, তাতেই চলে যায়।

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ০৬:০৮
Share:

জাপানে খাদ্যপণ্যের, বিশেষত চালের, তুমুল মূল্যবৃদ্ধির মধ্যেই ‘রসিকতা’ করেছিলেন কৃষিমন্ত্রী তাকু এটো। বলেছিলেন, তাঁকে চাল কিনতেই হয় না— সমর্থকরা এত চাল পাঠান যে, তাতেই চলে যায়। রসিকতায় দেশবাসী হাসেননি, বরং প্রবল বিক্ষোভের মুখে পড়লেন এটো। এতটাই যে, শেষে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে পদত্যাগ করলেন। অন্য কোনও দেশের অধিবাসীদের হয়তো মনে পড়ল, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তাঁদের অর্থমন্ত্রী কী বলেছিলেন। কোন রসিকতা কোথায় নিরাপদ, সেটাও বোঝার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন