Indian Railways

যৎকিঞ্চিৎ

এক রেলকর্মী রাতের চলন্ত ট্রেন থেকে বাইরে রেললাইনেই জঞ্জাল ফেলছেন, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেন এমন করলেন, প্রশ্নে সহাস্য জবাবও তৈরি, ‘আর কোথায় ফেলব!’

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ০৬:৩৫
Share:

চলন্ত ট্রেনে ডাস্টবিন জঞ্জালে ভরে গেলে সমাধান কী? আর একটা ডাস্টবিন। ভারতীয় রেলে অবশ্য অন্য ব্যবস্থা। এক রেলকর্মী রাতের চলন্ত ট্রেন থেকে বাইরে রেললাইনেই জঞ্জাল ফেলছেন, ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। কেন এমন করলেন, প্রশ্নে সহাস্য জবাবও তৈরি, ‘আর কোথায় ফেলব!’ সত্যিই তো, রেল কি পার্ক, কুম্ভ বা তাজমহল, ভারতে সব কিছুই জনতার জন্য, জনতার দ্বারা, জনতার হাতে জঞ্জাললাঞ্ছিত হতে বলিপ্রদত্ত। মুখে শুধু রাখতে হবে অনুতাপহীন হাসি: হে ভারত, তোমায় ভালবাসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন