Drainage Problem

যৎকিঞ্চিৎ

মহানগর আড়ে-বহরে বেড়েছে, কিন্তু তার আত্মাটি পাল্টায়নি। এখন প্রাচীন জায়গাগুলো তো ডোবেই, সঙ্গে ডুবে যায় মধ্যযুগের কৈখালি বা কাঁকুড়গাছি; আধুনিক কালের নিউ টাউন।

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ০৫:৫৮
Share:

বৃষ্টি হলে ঠনঠনিয়া বা আমহার্স্ট স্ট্রিট ডুবে যাবে, এ তো জোব চার্নকের আমল থেকেই জানা। মহানগর আড়ে-বহরে বেড়েছে, কিন্তু তার আত্মাটি পাল্টায়নি। এখন প্রাচীন জায়গাগুলো তো ডোবেই, সঙ্গে ডুবে যায় মধ্যযুগের কৈখালি বা কাঁকুড়গাছি; আধুনিক কালের নিউ টাউন। হাঁটুজলে হতে হবে সবার সমান। পূর্ব-পশ্চিম, পুরনো-নতুন, ধনী-মধ্যবিত্ত, কোনও প্রভেদই মানে না— সিন্ডিকেটের গাজোয়ারি আর বর্ষার ঘোলা জল। পদার্থবিজ্ঞানে এর নাম সমোচ্চশীলতা ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন