এত দিন যা ছিল শুধু সেনাবাহিনীর, অতঃপর তা টুরিস্টকুলের নাগালে এল। ১৯৬২, ১৯৭১, এমনকি ১৯৯৯-এর কার্গিল যুদ্ধের বিভিন্ন এলাকা, গলওয়ান থেকে ডোকলাম, এমনকি সিয়াচেনের বেস ক্যাম্পও পর্যটনের আওতায়। সুসজ্জিত নাগরিক সেখানে সপরিবার দেশপ্রেমের ওম পোহাতে যাবেন। কবি যখন লিখেছিলেন ‘ধাও ধাও সমর ক্ষেত্রে’, এই সম্ভাবনা তাঁর কল্পনাতীত ছিল। দেশপ্রেমকেও কী ভাবে বিনোদনী মোড়কে বিপণন করা যায়, তা বোঝার মতো রাজনৈতিক ও বিজ্ঞাপনী প্রতিভা সুলভ নয়।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে