Editorial News

এই স্বপ্নের মৃত্যুর দায় কী ভাবে এড়াব আমরা?

অম্লানের মৃত্যু অত্যন্ত বেদনাবহ। অম্লানের মৃত্যু একই সঙ্গে একটা প্রতীকও। ইতিহাস সাক্ষী রইল, ভর্তি নিয়ে এই অরাজকতা কোন অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে আগামীর সম্ভাবনাকে।

Advertisement

অঞ্জন বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০০:৫৬
Share:

অম্লান সরকার।

অম্লান সরকারের মৃত্যুর দায় এ বার আমাদের নিতে হবেই। অম্লান কলকাতার উপকণ্ঠে বোড়ালের স্বপ্ন-দেখা এক ছাত্র ছিলেন। বোর্ডের পরীক্ষায় সফল ভাবে কৃতকার্য হয়েছিলেন তিনি। বিভিন্ন কলেজের ভর্তির মেধা তালিকায় নাম উঠেছিল তাঁর। তবু, মরবার সাধ হল কেন তাঁর? প্রিয় এই পৃথিবীকে বিদায় জানিয়ে গলায় ফাঁস দিতে হল কেন তাঁকে?

Advertisement

অম্লান আত্মঘাতী হল, আমাদেরই জন্য। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নির্দিষ্ট কলেজে পৌঁছে ব্যাপক গণ্ডগোলের জেরে ফিরে আসতে হয়েছিল তাঁকে। পরে যখন আবার তিনি পৌঁছন, তখন ভর্তি করা হয়নি তাঁকে। এ কলেজ থেকে ও কলেজ ঘুরেছিলেন তিনি। সব জায়গায় এক পরিবেশ, এক কথার অনুরণন। ভর্তি নিয়ে হাঙ্গামা, ‘বহিরাগত’ নাকি ভিতরের ছাত্র— কারা দায়ী, এই বিতণ্ডায় জেরবার পরিস্থিতি অম্লানকে ক্রমাগত কলেজের থেকে, তাঁর দীর্ঘদিনের উচ্চশিক্ষার স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল।

হতাশ, ক্লান্ত এক তরুণ নিজেকে শেষ করে দেওয়ার যে পরিকল্পনা করছেন, ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁর পরিজন-বন্ধুরা।

Advertisement

সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনার ইনবক্সে পেতে চান? সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু, স্বপ্নের এই হত্যার মূল্য কী ভাবে চোকাব আমরা? তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ‘দাদাগিরি’, নাকি বহিরাগতদের তাণ্ডব অথবা বেলাগাম অর্থলোভ ও রাজনৈতিক যোগের সমাপতন, কে দায় নেবে এই মৃত্যুর? মুখ্যমন্ত্রী কঠোর হলেন, শিক্ষামন্ত্রী পরিদর্শন করলেন, নগরপালের নজরদারিও বাড়ল, কিন্তু পরিস্থিতির যে কোনও পরিবর্তন হল না, অম্লানের এই মৃত্যু তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল।

আরও পড়ুন
মেধা তালিকায় নাম থেকেও কলেজে ভর্তিতে ব্যর্থ, আত্মঘাতী ছাত্র

এর উত্তর দেওয়ার সময় এসেছে এ বার। এ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ চোকানোর পরেও যেখানে কর্মসংস্থানের দিশা দেখা নিতান্ত কঠিন হয়ে পড়ে, সেখানে কলেজ দ্বারই মুখের সামনে বন্ধ করে দেওয়ার অর্থ কী, তা বোঝার ক্ষমতা রয়েছে আধুনিক দাদাদের। অম্লানের মৃত্যু অত্যন্ত বেদনাবহ। অম্লানের মৃত্যু একই সঙ্গে একটা প্রতীকও। ইতিহাস সাক্ষী রইল, ভর্তি নিয়ে এই অরাজকতা কোন অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে আগামীর সম্ভাবনাকে। ইতিহাসের প্রশ্ন থাকবে এই সময়ের উদ্দেশে, অম্লান সরকারের মৃত্যু কেন আটকানো সম্ভব হয়নি? উত্তর দেওয়ার দায় রইল বর্তমান রাজনৈতিক প্রশাসনের। তৃণমূল কংগ্রেসের এবং সরকারের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন