Year End Special

কেমন আছেন দিলীপ মাঝি, ৮ মাস পর ফিরে দেখতে গেল আনন্দবাজার ডিজিটাল

ভ্যানরিকশা বাড়ির পাশে পড়ে আছে অনাদরে। সুদ গুনবেন কী! মাটি কাটার কাজ করতে করতে দিলীপ এখন ভাবেন রিকশাটাকে বিক্রি করে দেওয়া গেলে বেশ হত!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:৪২
Share:

এপ্রিল মাসের ১২ তারিখে হুগলির গঙ্গাধরপুরে ভ্যানরিকশা চালক দিলীপ মাঝির বাড়িতে পৌঁছেছিল আনন্দবাজার ডিজিটাল। দিনমজুর দিলীপ সুদে টাকা ধার করে একটা ভ্যানরিকশা কিনেছিলেন। সেটা চালিয়েই তাঁর দিন গুজরান হত। কিন্তু করোনা সংক্রমণের জন্য লকডাউন থামিয়ে দিয়েছিল তাঁর স্বপ্নের চাকা। তাঁর সঙ্গে, তাঁর পরিবারের সঙ্গে গোটা একটা দিন কাটিয়েছিল আনন্দবাজার ডিজিটাল। আটমাস পর বছরের শেষে আবার আনন্দবাজার ডিজিটাল ফিরে গেল দিলীপের কাছে। জানতে, কেমন আছেন তিনি। তেমন আছে তাঁর পরিবার। কী অবস্থা তাঁর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সেই ভ্যানরিকশাটির। দেখা গেল, লকডাউন দিলীপকে সমস্যার ফেলেছিল। আমপান তাঁকে জমি ধরিয়ে দিয়েছে। ভ্যানরিকশা বাড়ির পাশে পড়ে আছে অনাদরে। সুদ গুনবেন কী! মাটি কাটার কাজ করতে করতে দিলীপ এখন ভাবেন রিকশাটাকে বিক্রি করে দেওয়া গেলে বেশ হত!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন