Year End Special

কেমন গেল ২০২০ সালের দিনগুলো, ডায়েরি লিখলেন তিন ভিন্‌ জগতের তারকা

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, এমন বছর তাঁর জীবনে আর কখনও আসেনি। অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, কোনও কোনও সময় তাঁর ভয় লাগছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৮:৫১
Share:

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন, এমন বছর তাঁর জীবনে আর কখনও আসেনি। অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, কোনও কোনও সময় তাঁর ভয় লাগছিল। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া লিখেছেন, নেটফ্লিক্সে ‘কুইন্‌স গ্যাম্বিট’ সিরিজ দেখেই কেটেছে তাঁর অধিকাংশ সময়। তিন ভিন্ন জগতের তিন তারকা। আনন্দবাজার ডিজিটাল তুলে আনল বছরের শেষে তাঁদের ডায়েরির পাতা। তিন নক্ষত্রের জীবন যে পাতায় ধরা পড়েছে মাসের পর মাস। করোনা সংক্রমণ, লকডাউন, আনলক, বিদেশযাত্রা, সন্তানের বিদেশে পড়তে যাওয়ার সুযোগ হারানো— ভয়, যন্ত্রণা, আতঙ্ক, বিষাদ, হতাশা একাকার হয়ে গিয়েছে শীর্ষেন্দু-মিমি-দিব্যেন্দুর ব্যক্তিগত ডায়েরির পাতায়। তাঁরা লিখেছেন, জানুয়ারি-ফেব্রুয়ারিতে বুঝতেই পারেননি বছরের পরের মাসগুলো কী অসহ্য বন্দিদশায় কাটতে চলেছে! ডায়েরি এগিয়েছে আর তার পাতায় পাতায় বেড়েছে উদ্বেগ, শঙ্কা। শেষপাতে খানিকটা আশা— ২০২১ সাল যদি হয় অন্যরকম। যদি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement