WB PG Admission 2025

পালি কিংবা ভাষাতত্ত্বে স্নাতক হতে চান! রয়েছে খালি আসন, ভর্তি নেবে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সগুলিতে এখনও আসন খালি রয়েছে। তাতেই আগ্রহীদের ভর্তি নেবে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১২:২২
Share:

সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

পালি কিংবা ভাষাতত্ত্ব-সহ একাধিক বিষয়ে ভর্তি হতে চান? সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সগুলিতে এখনও আসন খালি রয়েছে। তাতেই আগ্রহী পড়ুয়ারা ভর্তি হওয়ার সুযগ পাবেন।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলা, ইংরেজি, দর্শন, ভাষাতত্ত্ব, প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস বিষয়গুলি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়ে থাকে। এ ছাড়াও স্নাতকে পালি, পাণিনি ব্যাকরণ, সাহিত্য, সংস্কৃত এবং অদ্বৈত বেদান্ত বিষয়টি পড়ানো হয়।

উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় ৫০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছেন, এমন প্রার্থীরা উল্লিখিত বিষয় নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

Advertisement

প্রাচীন ভারতীয় এবং বিশ্ব ইতিহাস নিয়ে পড়তে আগ্রহীদের ক্ষেত্রে উল্লিখিত বিষয়ে কিংবা ইতিহাসে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। ভাষাতত্ত্ব নিয়ে পড়তে আগ্রহীদের সংশ্লিষ্ট বিষয় কিংবা বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পালি, সমাজবিদ্যা, ইতিহাসের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।

আগ্রহীদের ই-মেল মারফত নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর, বিষয় এবং শিক্ষাগত যোগ্যতার নথি পাঠিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন জমা দিতে হবে।

স্নাতক স্তরের কোর্সের জন্য ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। ফি এবং নথি যাচাইকরণের কাজ ২৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। স্নাতকোত্তর স্তরের কোর্সের জন্য ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন পাঠাতে পারবেন। ফি এবং নথি যাচাইকরণের কাজ ১৬ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement