প্রতীকী চিত্র।
অযোগ্য’ শিক্ষকদের পর এ বার শিক্ষাকর্মীদের ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কালীপুজো-ভাইফোঁটার উৎসব পর্ব মিটলেই এই তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। ২০১৬-র বাতিল প্যানেলে প্রায় ৩৫০০ গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী ‘অযোগ্য’ ছিলেন বলে শিক্ষা দফতর সূত্রে খবর। নতুন করে পরীক্ষা হবে শিক্ষাকর্মীদেরও। তার আগে সুনির্দিষ্ট ‘অযোগ্য’ তালিকা প্রকাশের দাবি উঠেছিল।
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, গ্রুপ-সি ও গ্রুপ-ডি বিভাগের জন্য পৃথক তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ‘অযোগ্য’দের তালিকা তৈরির প্রস্তুতিও শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারা গ্রুপ-সি শিক্ষাকর্মী অমিত মণ্ডল বলেন, “অযোগ্যদের তালিকা প্রকাশ না করে পরীক্ষার নিলে আইনি জটিলতায় পড়ত এসএসসি। কোনও ‘অযোগ্য’ শিক্ষক পরীক্ষায় না বসতে পারেন সেটাও বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে কমিশনকে।“
১০ অক্টোবর শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। সেখানে উল্লেখ করা হয়েছে ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
২০১৬-এ গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদের জন্য আবেদন জমা পড়েছিল ১৮ লক্ষেরও বেশি। গত ৯ বছরে কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়ায় প্রার্থীর সংখ্যা বেড়েছে। মনে করা হচ্ছে, এ বার আবেদনকারীর সংখ্যা ২৫ লক্ষ ছাড়তে পারে।