SSC Recruitment Case

চাকরিহারাদের দাবি, ‘আন্দোলন থেকে সরছি না’! নিয়োগের নতুন বিজ্ঞপ্তি এবং বিধি প্রকাশে হতাশ শিক্ষকেরা

বৃহস্পতিবার রাতে শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধি এবং শুক্রবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদি বিজ্ঞপ্তিও এবং বিধি দেখে হতাশ চাকরিহারা শিক্ষকেরা আন্দোলন থেকে সরতে নারাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১১:২৯
Share:

হতাশ চাকরিহারা শিক্ষকেরা আন্দোলন থেকে সরতে নারাজ। নিজস্ব চিত্র।

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং নতুন পরীক্ষাবিধিতে আলাদা করে চাকরিহারাদের জন্য কিছু নেই। তাই এই ব্যবস্থায় হতাশ হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। শুক্রবার সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এর আগে বৃহস্পতিবার রাতে শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে নতুন বিধিও প্রকাশিত হয়েছে। নয়া বিধি অনুসারে, প্রার্থীদের শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে জোর দেওয়া হয়েছে।

Advertisement

‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার মেহবুব মণ্ডলের প্রশ্ন, “সরকার কাদের জন্য পরীক্ষা নিচ্ছে? নোটিফিকেশন দেওয়া হবে, তা পূর্বনির্ধারিত ছিল। তা হলে পরীক্ষার জন্য এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে?” তাঁর অভিযোগ, সরকার নিজেদের স্বচ্ছ রাখতে পরীক্ষা নিচ্ছে, এতে চাকরিহারাদের কোনও স্বার্থ জড়িয়ে নেই। তিনি আরও বলেন, “আন্দোলন থেকে আমরা সরছি না। দুর্নীতি ও রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকেই লড়াই জারি থাকবে।” উল্লেখ্য, পরীক্ষার বিরুদ্ধে ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাজপথে অর্ধনগ্ন মিছিল করতে চলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা।

চাকরিহারা শিক্ষকদের একাংশের আরও অভিযোগ, আলাদা করে চাকরিহারাদের জন্য কিংবা যাঁরা অসুস্থ, তাঁদের জন্য এই নতুন বিজ্ঞপ্তিতে কিছু নেই। এত কম সময়ে এত বড় সিলেবাস শেষ করা প্রায় অসম্ভব। তা ছাড়াও যে সমস্ত ‘যোগ্য’ শিক্ষকেরা পাশ করবেন না, তাঁদের কী হবে, তা নিয়ে নির্দিষ্ট কোন‌ও নির্দেশিকা দেয়নি সরকার।

Advertisement

অন্য দিকে, ওবিসি মামলা বিচারাধীন। বহু প্রার্থী আছেন, যাঁরা এই সংরক্ষণে চাকরি পেয়েছিলেন। তাঁদের কী হবে, তা নিয়ে‌ও স্পষ্ট করে কিছু উল্লেখ করা নেই বলে চাকরিহারাদের দাবি। তাঁদের প্রশ্ন, প্যারাটিচারদেরও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, তা হলে তাঁদেরও একই ভাবে নিয়োগ করা হবে?

মঙ্গলবার মুখ্যমন্ত্রী পরীক্ষার্থীদের আবেদনের সময়সীমা, প্যানেল প্রকাশের সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছিলেন। এসএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ জুন থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। অনলাইনে আবেদন করার শেষ দিন ১৪ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement