প্রতীকী চিত্র।
বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই) আয়োজিত অল ইন্ডিয়া বার এগজ়ামিনেশন (এআইবিই)-এ আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হল। পরীক্ষার্থীদের আর্জিতে সাড়া দিয়ে নাম নথিভুক্তকরণের সময়সীমা ২৮ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হল।
চলতি বছরে এআইবিই-র বিংশতম সংস্করণের পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা আগামী ৩০ নভেম্বর। পড়ুয়াদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৯ সেপ্টেম্বর থেকে। কিন্তু এআইবিই-র ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার সময় নানা প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা। এমনকি পরীক্ষার্থীদের জন্য চালু হেল্প ডেস্কের নম্বরও কাজ করছিল না বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই ন্যাশনাল ল ইউনিভার্সিটিস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন-এর (এনএলইউএসএ) তরফেও বার কাউন্সিলের কাছে অভিযোগ জানানো হয়। পাশাপাশি, সংগঠনের তরফে পরীক্ষায় আবেদনের যোগ্যতামান শিথিল করার দাবিও তোলা হয়।
বর্তমানে এই পরীক্ষায় আবেদন জানাতে পারেন বিসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বা পাঁচ বছরের এলএলবি ডিগ্রিধারীরা। এমনকি যাঁরা চূড়ান্ত বর্ষ বা সিমেস্টারের পরীক্ষা দিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আইনজীবী হিসাবে কোর্টে কাজ করার যোগ্যতালাভ করতে পারেন পরীক্ষার্থীরা। দেশের কিছু কলেজের তরফে এখনও চূড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করা হয়নি, এ দিকে তার আগেই এআইবিই-তে আবেদনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। আর তা নিয়েই অসন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।
আবেদনের সময়সীমা বর্ধিত হওয়ায় এখন আবেদনমূল্য জমা দেওয়া এবং আবেদনপত্রে ভুল সংশোধন করা যাবে ১ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১৫ নভেম্বর। ৩০ নভেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আয়োজন করা হবে পরীক্ষার। পরীক্ষার্থীদের সে দিন সকাল সাড়ে ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।