কোল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। সংস্থার কলকাতার কার্যালয়ে পূর্ণ সময়ে কাজের জন্য এই পদে নিয়োগ হবে। এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় একজন সিনিয়র অ্যাডভাইসর (আরইই) নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির চুক্তির মেয়াদ থাকবে দু’বছর পর্যন্ত। যা পরবর্তীকালে আরও এক বছর বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। আবেদনকারীদের যে কোনও বিষয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে। যাঁদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রয়োজন ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়া, তাঁদের সকলকেই কোল ইন্ডিয়া, এর ভর্তুকিপ্রাপ্ত সংস্থা বা অন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
অবসরকালীন পদমর্যাদার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ন্যূনতম ১,৬০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ২,০০,০০০ টাকা।
আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি বা ঠিকানায় আবেদন জানাতে পারেন। আগামী ৬ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।