প্রতীকী চিত্র।
রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, চিত্তরঞ্জনে সংস্থায় স্বাস্থ্যকেন্দ্র, ঔষধখানা ও হাসপাতালে কর্মী প্রয়োজন। এ জন্য চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থার তরফে কনট্র্যাক্ট মেডিক্যাল প্র্যাক্টিশনার অথবা, স্পেশ্যালিস্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে এক বছরের চুক্তিতে কাজের সুযোগ মিলবে। আবেদনকারীদের বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। অবসরপ্রাপ্তদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।
মেডিক্যাল প্র্যাক্টিশনার পদে নিয়োগ হলে প্রার্থীদের এমবিবিএস-এর পর এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। প্রয়োজন মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেটও। স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে। কোন পদে নিয়োগ হচ্ছে, তার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ৯৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,২৩,৫০০ টাকা।
আগামী ১১ নভেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওইদিন সমস্ত নথি নিয়ে সেখানে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপস্থিত হতে হবে। সঙ্গে রাখতে হবে আবেদনপত্রও।