এনআইটি, সিকিম। ছবি: সংগৃহীত।
বর্তমানে উচ্চশিক্ষা এবং চাকরিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের বিপুল চাহিদা। অনেক পড়ুয়াই তাই এই বিষয়ে স্পেশ্যালাইজ়েশন করছেন। আবার অনেকে পেশাগত জীবনের জন্য শিখে নিচ্ছেন এই নয়া প্রযুক্তি। এ বার সকলের সুবিধার্থে অনলাইনেই পড়ানো হবে এই বিষয়। শুধু তাই নয়, ডিগ্রি কোর্স করানো হবে ন্যাশনাল ইন্টস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিমের তরফে।
এনআইটি সিকিমের তরফে অ্যাপ্লায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এমএসসি কোর্স পড়ানো হবে। স্নাতকোত্তর এই কোর্সের মেয়াদ দু’বছর। পড়ুয়া এবং কর্মরতদের সুবিধার্থে কোর্সের ক্লাস করানো হবে অনলাইনে। প্রতিষ্ঠানের অধ্যাপক থেকে শুরু করে সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদাররাও কোর্সের ক্লাস নেবেন। প্রোগ্রাম ফি ২,০০,০০০ টাকা।
মোট চারটি সিমেস্টারে বিভক্ত এই কোর্স। যেখানে ন্যাচরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এমবেডেড অ্যান্ড আইওটি, অ্যাপ্লায়েড সিগন্যাল প্রসেসিং, ল্যাংচেন, বিগ ডেটা অ্যানালিটিক্স, অটোমেটিক স্পিচ রেকগনিশন, কম্পিউটার ভিশন এবং ডেটা ভিস্যুয়ালাইজেশন-এ স্পেশ্যালাইজ়েশনের সুযোগ পাবেন পড়ুয়ারা।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি/ বিকম ডিগ্রি বা সমতুল যোগ্যতা যোগ্যতা থাকতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৫৫ শতাংশ। এ ছাড়া তাঁদের দ্বাদশ বা স্নাতকে গণিত বিষয়টি থাকাও জরুরি।
আগ্রহীদের অনলাইনেই সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন জানাতে হবে। আগামী ১ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে কোর্সের জন্য যোগ্যদের বেছে নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।