Tea Board of India Recruitment 2025

শিলিগুড়িতে টি বোর্ড অফ ইন্ডিয়া-র ল্যাবরেটরিতে কর্মী প্রয়োজন, কোন পদে আবেদন করা যাবে?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৮:৩০
Share:

টি বোর্ড অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

টি বোর্ড অফ ইন্ডিয়া-এ কর্মী নিয়োগ করা হবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে সংস্থার তরফে। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। কর্মস্থল হবে শিলিগুড়ি। প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে কোথাও আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

সংস্থায় একজন ফুড অ্যানালিস্ট প্রয়োজন। তিনি শিলিগুড়িতে টি বোর্ড অফ ইন্ডিয়ার কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে কাজের সুযোগ পাবেন। তাঁকে সংস্থায় প্রথমে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এর পর পেশাগত দক্ষতা এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। তাঁর পারিশ্রমিকের পরিমাণ হবে মাসে ৫৬,০০০ টাকা।

প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হলে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় মিলবে। এ ছাড়া, তাঁদের কেমিস্ট্রি/ বায়োকেমিস্ট্রি বা সম্পর্কিত বিষয়ে এমএসসি-র পাশাপাশি ফুড অ্যানালিস্ট হিসাবে এফএসএসএআই-এর অনুমোদন থাকতে হবে। প্রয়োজন দু’বছরের পেশাগত অভিজ্ঞতাও।

Advertisement

আগামী ৪ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। কলকাতায় টি বোর্ডের কার্যালয়েই হবে ইন্টারভিউ। ওই দিন সমস্ত নথি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement