আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।
শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) একাধিক পদমর্যাদায় চাকরির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসজি ২)/ ফার্মাসিস্ট (এসজি ১), সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ ফার্মাসিস্ট (এসজি ২), টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট/ সিনিয়র ফার্মাসিস্ট, টেকনিশিয়ান এসজি ১, টেকনিশিয়ান/ ল্যাব অ্যাসিস্ট্যান্ট/ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এসজি-২, সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৯৫টি। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৫,২০০ থেকে ২০,২০০ টাকা থেকে সর্বাধিক ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা।
প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতামান স্থির করা হয়েছে। টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও অন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা এই পদে আবেদন করতে পারবেন। একই ভাবে বাকি পদে আবেদনকারীদের জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।
আগ্রহীরা আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।