Bankura University Recruitment 2025

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ, কোন বিভাগের জন্য কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে?

স্পেশ্যাল লেকচারার পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত নিয়ম মেনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৮:২৯
Share:

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রাজ্যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। সম্প্রতি এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। এ জন্য আগে থেকে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে স্পেশ্যাল লেকচারার পদে এই নিয়োগ। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা জানানো হয়নি। বয়সের ঊর্ধ্বসীমার কথাও উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, স্পেশ্যাল লেকচারার পদে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি স্থির করা হবে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্ধারিত নিয়ম মেনে। নিযুক্তদের প্রতি মাসে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সাম্মানিক দেওয়া হবে।

আগামী ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে সকাল ১১টার মধ্যে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিশদ জানতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement