পিডিআইএল। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। কর্মী নিয়োগ করা হবে প্রজেক্টস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (পিডিআইএল)-এ। সংস্থায় বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত সংস্থার নানা কার্যালয় এবং প্রোজেক্ট সাইট হবে নিযুক্তদের কর্মস্থল। প্রার্থীরা এ জন্য অনলাইনেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রেড-২/ এক্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার গ্রেড-২, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গ্রেড-৩/ এক্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার গ্রেড-৩, ইঞ্জিনিয়ার গ্রেড-১/ এক্জ়িকিউটিভ গ্রেড-১, ইঞ্জিনিয়ার গ্রেড-২/ এক্জ়িকিউটিভ গ্রেড-২ এবং ইঞ্জিনিয়ার গ্রেড-৩/ এক্জ়িকিউটিভ গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁরা সংস্থার সিভিল, কম্পিউটার, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্পেকশন, ম্যানেজমেন্ট সার্ভিসেস, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট-এর মতো নানা বিভাগে কাজের সুযোগ পাবেন। মোট শূন্যপদ ৮৭টি। চুক্তির মেয়াদ থাকবে সর্বাধিক তিন বছর পর্যন্ত।
নিযুক্তেরা কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরবাবাদ, নয়ডা-সহ অন্য শহরে পোস্টিং পাবেন। পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য ভিন্ন বয়সসীমা স্থির করা হয়েছে। তবে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২/ ৩৫/ ৩৭/ ৪০ হলেই নানা পদে আবেদন করতে পারবেন। কোন শহরে পোস্টিং এবং কোন পদে নিয়োগ, তার ভিত্তিতে নিযুক্তদের বেতন হবে মাসে ন্যূনতম ২৩,৯৪০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৯,৭০০ টাকা।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে। এ জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে সংরক্ষিতদের ৪০০ টাকা এবং অসংরক্ষিতদের ৮০০ টাকা জমা দিতে হবে। আগামী ২০ নভেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে নিয়োগ হবে। ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ১০ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।