ইউকো ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইউকো ব্যাঙ্কে কর্মখালি। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। বিভিন্ন রাজ্যে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য চাকরিপ্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে। মোট পদ ৫৩২টি। পশ্চিমবঙ্গে রয়েছে ৮৬টি শূন্যপদ। ব্যাঙ্কে এক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। বৃত্তি দেওয়া হবে মাসে ১৫,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। উত্তীর্ণ হতে হবে স্নাতকে। পারদর্শী হতে হবে আঞ্চলিক ভাষায়।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে। এ জন্য আগ্রহীদের এর জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিতদের ৪০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ৮০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৫ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।