এনআইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।
জেনোমিক্স ও ড্রাগ ডিসকভারি (ওষুধ আবিষ্কার) নিয়ে গবেষণাধর্মী কাজ হবে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এ (এনআইবিএমজি)। প্রতিষ্ঠানে এই বিষয়ে একটি জাতীয় স্তরের প্রকল্পের কাজ হবে। সেই প্রকল্পের জন্যই একাধিক কর্মী নিয়োগ করা হবে। মঙ্গলবার এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পের জন্য আর্থিক সহায়তা করবে একটি কেন্দ্রীয় সংস্থা। এ জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশন (এনএসএম)-এর অধীনে গবেষণার কাজ হবে। প্রকল্পে নিয়োগ হবে সিনিয়র সফটঅয়্যার ইঞ্জিনিয়ার, সফটঅয়্যার ইঞ্জিনিয়ার টায়ার-১ এবং বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার টায়ার-১ পদে। শূন্যপদ পাঁচটি। সংশ্লিষ্ট পদে চুক্তিভিত্তিক কাজের মেয়াদ থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর পর নিযুক্ত ব্যক্তির কাজের দক্ষতা এবং প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সিনিয়র সফটঅয়্যার ইঞ্জিনিয়ার পদে নিযুক্তকে ৪৮,০০০ টাকা, সফটঅয়্যার ইঞ্জিনিয়ার টায়ার-১ পদে নিযুক্তকে ৩৫,০০০ টাকা এবং বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার টায়ার-১ পদে নিযুক্তদের ২৫,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে দিতে হবে। আগামী ২৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।