প্রতীকী চিত্র।
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের আয়ুষ শাখার তরফে বেলুড়ের যোগীশ্রী: যোগ এবং নেচারোপ্যাথি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষক নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় পড়াতে হবে তাঁদের। এ জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে। শূন্যপদ ২৪টি। প্রতিষ্ঠানে তাঁদের পড়াতে হবে ফিলোজ়ফি অফ নেচার কিওর, ক্রোমোথেরাপি অ্যান্ড ম্যাগনেটোবায়োলজি, ক্লিনিক্যাল নেচারোপ্যাথি অ্যান্ড রিসার্চ মেথডোলজি, ম্যানুপুলেটিভ থেরাপি, ফাস্টিং ডায়াটেটিক্স, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি-সহ নানা বিষয়। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ১৫,৬০০ থেকে ৪২,০০০ টাকা। এ ছাড়া, গ্রেড পে বাবদ অতিরিক্ত ৭০০০ টাকাও দেওয়া হবে তাঁদের।
বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।