প্রতীকী চিত্র।
জনপরিষেবা দেওয়ার ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয় মাথায় রাখা উচিত, কী কী পদ্ধতি অবলম্বন করা উচিত, কোন কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত— তা শেখাবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করা যাবে। পরবর্তী শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)।
প্রতিষ্ঠানের তরফে পাবলিক সিস্টেমস ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ করানো হবে। কোর্সটি কেন্দ্রীয় সংস্থা এআইসিটিই অনুমোদিত। কোর্সের মেয়াদ দু’বছর। পড়ুয়ারা এনার্জি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ও হসপিটাল ম্যানেজমেন্ট এবং ট্রান্সপোর্টেশন ও লজিস্টিক্স ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ে স্পেশ্যালাইজ়েশন করতে পারবেন।
কোর্সে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা।
কোর্সে ভর্তির জন্য প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে পড়ুয়াদের ক্যাট/ ম্যাট/ এটিএমএ/ সিম্যাট/ জিম্যাট/ গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। এর পর প্রতিষ্ঠানের তরফে আয়োজিত গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে।
আগ্রহীরা এ জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু আগামী ডিসেম্বর থেকে। কোর্সের ক্লাস শুরু আগামী বছরের জুলাই মাস থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।