আইআইএফটি। ছবি: সংগৃহীত।
দু’টি বিষয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)। কেন্দ্রের বাণিজ্য ও শিল্প মন্ত্রক অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে পড়ানো হবে স্নাতকোত্তরের দু’টি কোর্স। কলকাতা ছাড়াও দিল্লি, কাঁকিনাড়া এবং গুজরাতের ক্যাম্পাসে পড়ানো হবে সংশ্লিষ্ট দু’টি কোর্স। সম্প্রতি এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
আইআইএফটি-র তরফে ইন্টারন্যাশনাল বিজ়নেস এবং বিজ়নেস অ্যানালিটিক্স বিষয়ে এমবিএ করানো হবে। ইন্টারন্যাশনাল বিজ়নেস-এ এমবিএ-এর জন্য দিল্লি এবং কলকাতা ক্যাম্পাসে আলাদা ভাবে রয়েছে ২৪০টি শূন্য আসন। বাকি ক্যাম্পাসগুলিতেও মিলিত ভাবে আরও ২৪০টি আসন রয়েছে। তবে বিজ়নেস অ্যানালিটিক্স-এর জন্য শুধু দিল্লি ক্যাম্পাসেই ৬০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
দু’টি কোর্সেই আবেদনের জন্য কোনও বয়সসীমা নির্ধারণ করা হয়নি। তবে ইন্টারন্যাশনাল বিজ়নেস-এ এমবিএ-তে আবেদন করতে পারবেন স্নাতকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণেরা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বিজ়নেস অ্যানালিটিক্সে এমবিএ-র জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।
উভয় কোর্সের জন্যই চলতি বছরের ক্যাট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এর পর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কোর্সে ভর্তি নেওয়া হবে পড়ুয়াদের।
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। কোর্স এবং জাতি পরিচয়ের ভিত্তিতে আবেদনমূল্যের পরিমাণ হবে ন্যূনতম ১০০০ টাকা থেকে সর্বাধিক ৩০০০ টাকা। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।