ওএনজিসি লিমিটেড। ছবি: সংগৃহীত।
দেশের বিভিন্ন অঞ্চলের দু’হাজারের বেশি কর্মী নিয়োগ করবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) লিমিটেড। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় বিভিন্ন ট্রেড বা বিভাগে প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২,৬২৩টি। তাঁদের দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমাঞ্চলের নানা শহরে কাজের সুযোগ মিলবে। কলকাতায় শূন্যপদের সংখ্যা ২৬।
শিক্ষানবিশদের সংস্থায় কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এক্জ়িকিউটিভ এইচআর-অয়েল অ্যান্ড গ্যাস, ফায়ার সেফটি সুপারভাইসর, ফায়ার সেফটি টেকনিশিয়ান, ইলেক্ট্রিশিয়ান, অ্যাকাউন্টস এক্জ়িকিউটিভ, সেক্রেটারিয়েল অফিস অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক-এর মতো নানা পদে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ট্রেডের ভিত্তিতে আবেদনকারীদের কোনও ক্ষেত্রে দশম শ্রেণি উত্তীর্ণ, আইটিআই উত্তীর্ণ, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন-এর মতো যোগ্যতা থাকতে হবে। এ বিষয়ে বিশদ জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।
শিক্ষানবিশদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। যোগ্যতার ভিত্তিতে তাঁদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৮,২০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১২,৩০০ টাকা।
সংশ্লিষ্ট পদে মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের এ জন্য প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে যাবতীয় নথি জমা দিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৬ নভেম্বর আবেদনের শেষ দিন। বাছাই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২৬ নভেম্বর।