NIBMG Admission 2025

মানুষের শরীরের রোগব্যধি নিয়ে গবেষণা! কল্যাণীর এনাইবিএমজিতে শুরু পিএইচডি-র রেজিস্ট্রেশন

সংশ্লিষ্ট কোর্সে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৫০
Share:

এনাইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।

যাঁরা মনুষ্য শরীরের রোগব্যধি নিয়ে গবেষণার কাজ করতে ইচ্ছুক, তাঁদের জন্য সুযোগ রয়েছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এ (এনআইবিএমজি)। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে পিএইচডি-তে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রোগ্রামের অধীনে একাধিক ক্ষেত্র নিয়ে গবেষণামূলক কাজ করতে পারবেন পড়ুয়ারা। এ জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠান থেকে ক্রনিক অ্যান্ড মেটাবলিক ডিজ়িজ়, ইনফেকশাস অ্যান্ড ইমিউন ডিসঅরডার্স, ক্যানসার বায়োলজি, সেল অ্যান্ড মলিকিউলার মেকানিজ়মস, কম্পিউটেশনাল অ্যান্ড সিস্টেমস বায়োলজি এবং এক্সপেরিমেন্টাল প্ল্যাটফর্মস-এর মতো নানা বিষয়ে পিএইচডি করা যাবে। কেন্দ্রীয় সরকারি নিয়ম মেনে পিএইচডি চলাকালীন গবেষকদের সাম্মানিক দেওয়া হবে।

আবেদনকারীদের বিজ্ঞানের কোনও বিষয়ে চার বছরের বিটেক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে সিএসআইআর-ইউজিসি জেআরএফ/ ডিবিটি জেআরএফ/ আইসিএমআর জেআরএফ/ ডিবিটি-বিআইএনসি/ এনবিএইচএম বা সমতুল যোগ্যতা। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে ভর্তি নেওয়া হবে। আগ্রহীদের এ জন্য মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ২৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement