প্রতীকী চিত্র।
নার্সিং নিয়ে পড়েছেন, এমন মহিলাদের জন্য কাজের সুযোগ দিচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্স-এ চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
হলদিয়া ডক কমপ্লেক্স-এর মেডিক্যাল বিভাগের তরফে ফিমেল নার্স নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তবে তা পরিবর্তনসাপেক্ষ। নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে হলদিয়ার পোর্ট হাসপাতাল। চুক্তিভিত্তিক এই পদে তাঁর কাজের মেয়াদ থাকবে তিন বছর। পারিশ্রমিক বাবদ তাঁকে প্রতি মাসে ৩১,০০০ টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা বা নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন, ছ’মাসের ইন্টার্নশিপ-সহ রাজ্য নার্সিং নার্সিং কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এ ছাড়া, প্রার্থীদের কোনও হাসপাতাল বা নার্সিং হোমে এক বছর কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
সংশ্লিষ্ট পদের জন্য ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ১২ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।