আইএসআই কলকাতা। ছবি: সংগৃহীত।
নানা বিষয়ে পিএইচডি থাকলে গবেষণার কাজ করা যাবে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যালইনস্টিটিউট (আইএসআই)-এ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তেমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের গবেষণাধর্মী কাজের জন্য অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্যাল সায়েন্সেস বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। কোন বিষয়ে গবেষণা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
প্রকল্পে একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রথমে তাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর ফান্ডিং এবং নিযুক্ত ব্যক্তির কাজের ভিত্তিতে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর পর্যন্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসে ৫৮,০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে।
প্রকল্পটিতে আবেদনকারীদের স্ট্যাটিস্টিক্স/ বায়োস্ট্যাটিস্টিক্স/ ক্রিপ্টোলজি/ ইকোনমেট্রিক্স বা সম্পর্কিত ক্ষেত্রে পিএইচডি থাকতে হবে।
ইচ্ছুক প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে কভার লেটার, জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে ওই পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।